হাইজিন বা স্বাস্থ্যবিধি কি :-হাইজিন (Hygiene) শব্দটি গ্রীক Hygienous থেকে এসেছে যার অর্থ হচ্ছে স্বাস্থ্য সম্পর্কিত বা সু-স্বাস্থ্য সংরক্ষন। সাধারনত স্বাস্থ্য বিধি বলতে পরিস্কার পরিচ্ছন্নতার মাধ্যমে সংক্রমন প্রতিরোধকে বুঝায়। কিন্তুু প্রকৃত অর্থে স্বাস্থ্য বিধি হলো স্বাস্থ্য এবং স্বাস্থ্য কর জীবন যাপন করা। স্বাস্থ্য বিধির পরিসর ব্যক্তিগত পর্যায় থেকে গৃহস্থালি হয়ে পেশাগত এবং জনস্বাস্থ্য পর্যন্ত বিস্তৃত।এ ছাড়াও স্বাস্থ্যসম্মত খাবার,পরিস্কার -পরিচ্ছন্নতা এবং মানসিক স্বাস্থ্যের সাথেও সম্পকযুক্ত। হাইজিন বলতে, অসুস্থতা বা রোগের বিস্তার প্রতিরোধে ব্যক্তি ও তার পারিপাশ্বিক পরিবেশ পরিস্কার -পরিচ্ছন্ন রাখাকে বুঝায়। স্বাস্থ্য হলো এবং মনের সম্মিলন। অার হাইজিন হচ্ছে পরিস্কার পরিচ্ছন্নতা যা স্বাস্থ্য সুরক্ষা এবং বাহ্যিক সৌন্দর্যের সাথে সম্পক্ত অর্থাৎ সুস্থ জীবনের জন্য নিজে এবং নিজের চারপাশের পরিবেশকে পরিচ্ছন্ন এবং রোগের সংক্রমন ও অসুস্থতা প্রতিরোধের জন্য যে অভ্যাস চর্চা করা হয় তাই হাইজিন।হাইজিন হলো প্রত্যেক নারী,পুরুষ ও শিশু নিজের ও তার চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার অনুশীলন করা যা থেকে তারা অসুস্থতা বা রোগের প্রাদুর্ভাব রোধ করতে পারে।সংক্ষেপে বলা যেতে পারে যে স্বাস্থ্যাভ্যাসহলো সু-স্বাস্থ্য সংরক্ষনের জন্য অাচরন পরিবর্তনের অনুশীলন।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (তেজগাঁও উন্নয়ন সার্কেল, ঢাকা।) ইতিমধ্যে রাজাধানীতে স্যানিটেশন ও হাইজন নিয়ে কাজ করে সুনাম অর্জন করেছে। বিশেষ করে রাজধানীতে প্রতিটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ওয়াস ব্লক নির্মান করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে।